মাঙ্গলিক দোষ কী? প্রতিকারই বা কী? বিবাহ দোষ থেকে পরিত্রাণের উপায়

জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের জন্মছকের লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানের মধ্যে যে কোনও একটি স্থানে মঙ্গল বিরাজ করলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। কোনও কোনও জ্যোতিষী আবার কোষ্ঠীর লগ্ন ছাড়াও সূর্য লগ্ন, চন্দ্র লগ্ন ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত করেও বিচার করে থাকেন। মনে করা হয়, মাঙ্গলিক দোষ থাকলে সেই জাতক বা জাতিকার বিবাহ একজন মাঙ্গলিক মহিলা বা পুরুষের সঙ্গেই হওয়া উচিত। এ ছাড়াও মঙ্গল দোষ কাটিয়ে ওঠার কিছু উপায় জানিয়েছে জ্যোতিষ শাস্ত্র। 


মাঙ্গলিক দোষ


 মাঙ্গলিক দোষ আর প্রচলিত ধারণা -

--মাঙ্গলিক ছেলে বা মেয়ের বিবাহ পরবর্তী জীবন সুখের হয় না। তাদের সম্পর্কে অনেক সমস্যা আসে এমনকি ভেঙেও যেতে পারে।

--প্রচলিত আছে, মেয়ে মাঙ্গলিক হলে তাকে একটি গাছের সঙ্গে বিয়ে করতে হয় প্রথমে। এটা সঠিক নয়।

--শনি ও মঙ্গলের দশা কখনোই নাকি কাটানো যায় না। এই ধারণাও ভ্রান্ত।

--কথিত আছে, ২৭ বছর বয়সের পর আপনি আপনি কেটে যায় এই মঙ্গল দশা। এটাও সঠিক না।

  

মাঙ্গলিক দশার প্রভাব

--মাঙ্গলিক দশার কিছু প্রভাব আমরা জীবনে অস্বীকার করতে পারি না। আমাদের রাশিফলে প্রভাব ফেলে মাঙ্গলিক দশা।

--প্রকৃতি ও সূর্য রুষ্ট থাকে এই দশায়।

--চতুর্থ ভাবে মঙ্গল থাকলে তার প্রভাব পড়ে স্বাভাবিক জীবনের ওপর। সপ্তম ভাবে মঙ্গল থাকলে বিবাহ পরবর্তী জীবনে সমস্যা আসতে পারে।

--দশম ভাবে মঙ্গল থাকলে বিবাহবিচ্ছেদের মত বড় কোনও ঘটনাও ঘটতে পারে।


 কী কী করা যেতে পারে

--নিয়মিত হনুমান চালিশা পড়লে মুক্তি পাওয়া যেতে পারে মাঙ্গলিক দোষ থেকে। যদি রোদ সম্ভব না হয় তবে অন্তত প্রতি মঙ্গলবার পড়তে হবে।

--শিবের আরাধনা করতে হবে।

--শিবলিঙ্গে রোজ লাল ফুল অর্পণ করতে হবে।

--প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করা যেতে পারে।

--প্রত্যের মঙ্গলবার শ্রী রাম ও হনুমানের আরাধনা করা উচিত।


আপনি কি মাঙ্গলিক? বিয়ের আগে এই কাজগুলি করলে দূর হবে মঙ্গল দোষ, জানাচ্ছে শাস্ত্র


কুম্ভ বিবাহ করুন

শাস্ত্র মতে, মাঙ্গলিক দোষ থাকলে জাতক বা জাতিকার কুম্ভ বিবাহ করা উচিত। অর্থাৎ কুম্ভের সঙ্গে বিবাহ করে তা ভেঙে দিতে হয়। তবে এই প্রতিকার করার আগে কোনও পণ্ডিতের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।


ভাত পুজো করান

উজ্জৈনের মঙ্গলনাথ নামক স্থানে ভাত পুজো করা হয়ে থাকে। এটি একমাত্র স্থান যেখানে এই পুজো করা হয়। এখানে এসে উপরিউক্ত পুজো করালে মঙ্গল দোষ সমাপ্ত হয়।


নীম গাছ রোপণ করুন

মাঙ্গলিক দোষ নিবারণের জন্য কোনও নিরাপদ স্থানে নিম গাছ লাগানোর পরামর্শ দেওয়া রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। ছোট চারা লাগালে বড় হওয়া পর্যন্ত এর দেখাশোনা করতে হবে। তবে ছোট গাছ সম্ভব না-হলে বড় গাছ লাগিয়ে ৪৩ দিন পর্যন্ত তাঁর দেখাশোনা করতে পারেন।


সাদা কাজল লাগান

জ্যোতিষ মতে, ৪৩ দিন পর্যন্ত সাদা কাজল লাগালে মঙ্গলের প্রভাব কমানো যায়।


হনুমান চালিসা পড়ুন

শাস্ত্র মতে, কমপক্ষে ১০০১ বার হনুমান চালিসা পড়ে বজরংবলীকে চোলা অর্পণ করা উচিত। এর ফলে মঙ্গল দোষ কম করা যায়।


আমিষ খাদ্য ত্যাগ করুন

যাঁদের কোষ্ঠীতে মাঙ্গলিক দোষ রয়েছে তাঁদের আমিষ খাবার ত্যাগ করা উচিত। বিয়ের আগে আমিষ খাওয়া ছেড়ে দিলে উপকার পাবেন।


রাগ করবেন না


নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার রাগ বাড়লে মাঙ্গলিক দোষের প্রভাবও আপনার ওপর থাকবে। অন্য দিকে মঙ্গল ভাই-বোনের কারক গ্রহ। তাই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ভাই-বোনের সম্মান করা উচিত।


গুড় দান করুন

গুড় দান করলেও শুভ ফল পেতে পারেন। আবার নিজেও গুড় খাবেন। এর ফলে মাঙ্গলিক দোষের প্রভাব কম করা যাবে।



--লগ্নে মঙ্গল থাকলে ( মাঙ্গলিক দোষ ) সেই জাতক বা জাতিকা বিভিন্ন পীড়ায় কষ্ট পেয়ে থাকেন, উচ্চাভিলাষী , উগ্র মেজাজের কারনে , স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝামেলা , অশান্তি , কলহ দেখা দেয় ।

--লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল থাকলে (মাঙ্গলিক দোষ ) সাংসারিক ও দাম্পত্য জীবনে নানা রকম অশুভ ফল দেখা দেবে এবং জাতক বা জাতিকা  ঝামেলা, অশান্তি , মামলা , মোকদ্দমা, ভু সম্পত্তি জনিত আইনি সমস্যায় জড়িয়ে পড়বে।

--লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে ( মাঙ্গলিক দোষ ) দাম্পত্য জীবনে বিশেষ ভাবে অশুভ ফল দেবে। স্বামী - স্ত্রী   সর্বদাই ঝামেলায় জড়িয়ে পড়বে। স্ত্রীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।  অথবা বিচ্ছেদ হতে পারে।

--লগ্নের অষ্টম এ মঙ্গল থাকলে ( মাঙ্গলিক দোষ - মারক ) জাতক বা জাতিকার জীবনে হঠাৎ প্রাণনাশের আশঙ্কা থাকে , উত্তরাধিকার সূত্রে বা সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তির আশঙ্কা থাকে , তারা জীবনে ঋণে জড়িয়ে পড়বে এবং শ্বশুর বাড়ির সাথেও তাদের সম্পর্ক ভালো হয় না।

--লগ্নের দ্বাদশ এ মঙ্গল থাকলে  হঠাৎ উত্তেজনা , ক্রোধান্বিত, অপবাদ , অপযশ , মান হানি , শয্যা সুখের অভাব , হঠাৎ দুর্ঘটনা ইত্যাদি ঘটে থাকে।

--জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পরিশেষে একটা কথাই বলা হয়ে থাকে, মাঙ্গলিক দোষ কে একদম হালকা ভাবে নেওয়া উচিত নয়।  জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই মাঙ্গলিক দোষ এর প্রতিকার করিয়ে বিয়ে করা ।