শিবের মন্ত্র

শিবের মন্ত্র


১. শিব নমস্কার মন্ত্র

শিবকে তুষ্ট করার জন্য পুজোর আগে এই মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল--

শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ।।

ঈশানঃ সর্ববিধ্যানামীশ্বরঃ সর্বভূতানাং ব্রম্হাধিপতিমহির্বম্ণোধপতির্বম্হা শিবো মে অস্তু সদাশিবোম।।


২. পঞ্চাক্ষরী মন্ত্র

এটি শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র শ্রদ্ধা ভরে এই মন্ত্র জপ করলে সমস্ত সংকট কেটে যেতে পারে। মন্ত্রটি হল- 

নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শিবের ষড়াক্ষরী মন্ত্র।



৩. শিব নামাবলী মন্ত্র

শাস্ত্র মতে সোমবারে শিবের পুজো করার সময়ে নামাবলী মন্ত্রের জপ সবচেয়ে বেশি কার্যকরী ও ফলদায়ী। শিবের নামাবলী মন্ত্রটি হল--

♦ শ্রী শিবায় নমঃ।।
 শ্রী শঙ্করায় নমঃ।।
 শ্রী মহেশ্বরায় নমঃ।।
 শ্রী সাংবসদাশিবায় নমঃ।।
 শ্রী রুদ্রায় নমঃ।।
 ওম পার্বতীপতয়ে নমঃ।।
 ওম নমো নীলকণ্ঠায় নমঃ।।


৪. মহামৃত্যুঞ্জয় মন্ত্র

হিন্দু ধর্মের এই মন্ত্রের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। নিয়মিত এই মন্ত্রটি জপ করলে সমস্ত রোগ, দোষ ও সংকট সমাপ্ত হয়। মন্ত্রটি হল--


ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
উর্বারূকমিব বন্ধনান মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাৎ।।


ওম: ওম হল একটি পবিত্র মন্ত্র এবং হিন্দু ভিত্তিক ধর্ম যেমন হিন্দুধর্ম, বৌদ্ধ, শিখ ধর্ম এবং জৈন ধর্মের প্রতীক,
ত্র্যম্বকম : যার তিনটি চোখ আছে,
ইয়াজামাহে : আমরা উপাসনা, পূজা, সম্মান,
সুগন্ধিম : মিষ্টি সুগন্ধি, সুগন্ধি, সুগন্ধি,
পুষ্টি : সমৃদ্ধ, সমৃদ্ধ, জীবনের সমৃদ্ধি,
বর্ধনম : ভগবান যিনি শক্তিশালী, মজবুত, সমর্থন, শক্তিশালী, পুষ্টি এবং বৃদ্ধির কারণ করেন (স্বাস্থ্য, সম্পদ এবং মঙ্গল),
উরভারুকমিভা : শসা বা তরমুজের মতো,
বাঁধনন : বন্দিদশা থেকে অর্থাৎ শসার কাণ্ড থেকে, বাঁধা বোঝায়,
মৃত্যুর মোক্ষিয়ে : মৃত্যু থেকে মুক্তি
মামৃতত : অমরত্ব, অমৃত



৫. শিব গায়ত্রী মন্ত্র

গায়ত্রী মন্ত্র জপ করলে পিতৃ দোষ, কালসর্প দোষ, রাহু-কেতু ও শনির দশা থেকে মুক্তি পেতে পারেন। শিব গায়ত্রী মন্ত্র হল-- 

ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।


৬. লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র

মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা কঠিন। কারণ এ সময় বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। তাই যাঁদের পক্ষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সহজ হবে না, তাঁরা লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এর প্রভাবে অসাধ্য রোগ দূর হবে। এই মন্ত্রটি হল-- 

ওম হৌং জূং সঃ।